ইতালিতে নারী প্রবাসীদের পিঠা উৎসব

ইউরোপের জনপ্রিয় সংগীত শিল্পী এবং দাওয়াত ইন্ডিয়ান রেস্টুরেন্টের কর্ণধার জিশা শ্যামের উদ্যোগে এই প্রথম মিলানে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এই পিঠা অনুষ্ঠানে সহযোগিতা করতে শামিল হয়ে অংশ নেন আরো ১৮ জন নারী।

মিলানে বসবাসকারী প্রত্যেক নারীরাই নিজ নিজ পরিচয় এবং নিজেদের দক্ষতা দিয়ে জায়গা করে নিচ্ছে প্রবাসে।

গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে মিলানের দাওয়াত রেস্টুরেন্টে এই আয়োজনে অনেক পরিবার আনন্দঘন পরিবেশে উদযাপন করেন এই পিঠা উৎসব। আগামীতে আরো বৃহৎ পরিসরে আয়োজনের কথা জানান অংশ্যগ্রহণকারী নারীরা।


দেশীয় সাধে নানান রকমের পিঠা পুলিসহ ভিন্ন ভিন্ন রসমলাই, বিভিন্ন অঞ্চলের অনেক রকমের পিঠা  নিয়ে আসেন কয়েকজন নারী। প্রবাসে পরিবারকে সময় দিয়ে কর্মব্যস্ততার মধ্য ও এমন একটি আয়োজন করতে পেরে অনেকেই খুব আনন্দিত। বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সংগীত শিল্পী জিশা শ্যামকে। ইতালির বিভিন্ন শহরে শীতকালে অনেকেই এই পিঠা উৎসবের আয়োজন করলেও মিলানে এমন আয়োজন দেখা যায় না। তাই এই পিঠা উৎসবে আসা নারীরা মনে করেন প্রতিবছর এমন সুন্দর আয়োজনে তার সহযোগিতা করবেন এবং আয়োজনে অংশ নিয়ে অনুষ্ঠানকে সার্থক করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। 

পিঠা উৎসবে অংশ নেন জিশা শ্যাম, সুমাইয়া স্নিগ্ধা, সুমি কর্মকার, তামান্না লিপি, তানজিলা টুম্পা, স্বর্ণা দেব, রূপশ্রী পুরকায়স্থ, কথা আইস, আইতি রায়, ঝুমুর সুতোপা পাল, লিপি বনিক, ঝুমা রানী, জারা আফরোজা, শম্পা আক্তার ছাড়াও আরো কয়েকজন নারী। 

পরিশেষে কেক কেটে আনন্দঘন মুহূর্ত ফটো সেশন করার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি গঠে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //