মালয়েশিয়ায় ৮৫ অবৈধ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় পৃথক অভিযানে ৮৫ জন অবৈধ বাংলাদেশি অভিবাসী গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

মালয়েশিয়ার দ্য স্টার রিপোর্ট করেছে, দেশটির সেরেম্বানে একটি অভিযানে স্থানীয় অভিবাসন বিভাগ ১০ বাংলাদেশিসহ ১১০ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে। 

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের স্টেট ডিরেক্টর কেনিথ তান আইক কিয়াং বলেছেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বুধবারের অভিযানে আটক করা ১১০ জন অবৈধ অভিবাসীর মধ্যে ৯১ জন পুরুষ। 

অভিযানের পর তিনি বলেন, অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। যেমন, মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে অবস্থান এবং অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করা।

কেনিথ তান আরও জানান, আটককৃতদের মধ্যে ৬৪ জনই মিয়ানমারের। বাকিদের মধ্যে ইন্দোনেশিয়ান ১৩ জন, বাংলাদেশি ১০ জন, ভারতীয় ৬ জন, পাকিস্তানি ৯ জন, শ্রীলঙ্কান ৬ জন এবং নেপালি ২ জন। এদের মধ্যে বেশির ভাগই ওই এলাকায় ব্যবসা ও নির্মাণ সাইটে কাজ করতেন। 

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দেশটির সংবাদমাধ্যম মালয় মেইলের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, জোহর ইমিগ্রেশন বিভাগ জোহরের সেনাইয়ের বেশ কয়েকটি কারখানায় তল্লাশি অভিযান চালিয়েছে। এ সময় সঠিক ওয়ার্ক পারমিট না থাকায় ৬৯ বাংলাদেশিসহ ৮৫ জন বিদেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। 

জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক বাহারউদ্দিন তাহির বলেছেন, ‘অপারেশন মাহির’ নামে এই অভিযানটি অবৈধ অভিবাসীদের ধরার লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। 

বাহারউদ্দিন বলেন, বৈধ কর্মসংস্থানের অনুমতি বা পাস ছাড়া বিদেশি শ্রমিকেরা রয়েছে—এমন খবর পেয়ে সেনাইয়ের বেশ কয়েকটি খাদ্য ও বিভিন্ন প্রাঙ্গণে অনুরূপ অভিযান চালানো হয়েছে। 

তিনি বলেন, এই অবিযানে এনফোর্সমেন্ট অফিসাররা মোট ১১০ জন বিদেশি এবং স্থানীয়দের তল্লাশি করেন। এর মধ্য মোট ৪০ জনকে অবৈধ অভিবাসনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার ৯ জন পুরুষ ও ১০ জন নারী, মিয়ানমারের ২ জন পুরুষ ও ৯ জন নারী, বাংলাদেশের ৬ জন পুরুষ, পাকিস্তানের ২ জন পুরুষ, নেপালের ১ জন পুরুষ এবং ভারতের ১ জন পুরুষ রয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //