প্রবাসীদের জন্য সীমান্ত খুলছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া করোনা মহামারীর জন্য কঠোর অবস্থানে ছিল। এমনকি তারা তাদের সীমানা বিদেশে বসবাসরত নিজ নাগরিকদের জন্যও বন্ধ করে দিয়েছিল। আজ রবিবার (২৭ আগস্ট) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, বিদেশে বসবাসকারী নাগরিকদের দেশে পুনরায় প্রবেশের অনুমতি দিয়েছে উত্তর কোরিয়ার সরকার।

রাষ্ট্র-চালিত গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়া জরুরি মহামারী প্রতিরোধ সদর দফতর ঘোষণা করেছে, “উত্তর কোরিয়ান নাগরিক যারা মহামারীর কঠোর অবস্থানের জন্য এতো দিন বিদেশে অবস্থান করছিল তাদের দেশে ফিরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।”

প্রতিবেদনে বলা হয়, “যারা ফিরে এসেছেন তাদের এক সপ্তাহের জন্য কোয়ারেন্টাইন ওয়ার্ডে যথাযথ চিকিৎসা পর্যবেক্ষণে রাখা হবে। এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বিশ্বব্যাপী মহামারী পরিস্থিতির ভয়াবহতার উপর নজর রেখে।”

উত্তর কোরিয়া করোনা ভাইরাস মহামারীর শুরুর দিকে ২০২০ সালে সীমানা বন্ধ করে দিয়েছিল। সেই সীমানা তারা এখন খোলার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত মাসে চীনা এবং রাশিয়ান কর্মকর্তারা পিয়ংইয়ং-এ একটি সামরিক কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন।

গত সপ্তাহে ক্রীড়াবিদদের একটি প্রতিনিধি দলকে কাজাখস্তানে একটি তায়কোয়ান্দো প্রতিযোগিতায় যোগদানের অনুমতি দেয় উত্তর কোরিয়া।_এনডিটিভি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //