সুদান থেকে আরও ১৭৬ বাংলাদেশি জেদ্দায় পৌঁছেছেন

যুদ্ধকবলিত সুদান থেকে আরও ১৭৬ জন বাংলাদেশি সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন। স্থানীয় সময় বুধবার (১০ মে) বিকেলে বদর এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে তারা জেদ্দা পৌঁছান।

এসময় তাদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এসময় জেদ্দার বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক উপস্থিত ছিলেন।

এ বাংলাদেশিদের জন্য জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি সেকশনে বিশ্রাম, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া বুধবার রাতে আরও দুটি ফ্লাইটে ৩০২ জন এবং বৃহস্পতিবার রাতে আরও ৭৪ জন যাত্রী জেদ্দা পৌঁছানোর কথা রয়েছে। 

এর আগে, গত ৮ মে সুদান থেকে জেদ্দা হয়ে ১৩৬ জন যাত্রী বাংলাদেশে পৌঁছান। সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি বসবাস করেন। এরমধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে নেওয়া হবে।

সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট এ বিষয়ে সব প্রস্তুতি গ্রহণ করেছে।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল সুদানে সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। এতে এখন পর্যন্ত কয়েকশ মানুষ নিহত হয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //