ঈমানের দুর্বলতা দূর করার উপায়

মানুষ প্রতিনিয়ত জেনে কিংবা না জেনে ভুল করে। অনেক গোনাহের কাজ করে। বিভিন্ন গুনাহের মাধ্যমে ঈমান দুর্বল হয়। গোনাহ করলে তা পরিমার্জন করার চিন্তা না করলে ঈমানের শক্তি দুর্বল হয়ে যায়। 

ঈমানের দুর্বলতার কারণসমূহ: 

১. ঈমানি পরিবেশ থেকে দীর্ঘদিন দূরে থাকা

২. সৎ ও অনুকরণযোগ্য ব্যক্তি থেকে দূরে থাকা

৩. শরিয়তের জ্ঞান ও ঈমানি বইপত্র থেকে দূরে থাকা

৪. গুনাহগারদের মাঝে অবস্থান করা

৫. গুনাহকে হালকা ভাবা

৬. ধন-সম্পদ ও স্ত্রী-সন্তান নিয়ে মেতে থাকা

৭. বদদ্বীন, মুনাফিক ও কাফির শাসকদের সঙ্গে উঠাবসা করা

৮. বেশি খাওয়া, বেশি ঘুমানো ও অত্যাধিক রাত্রি জাগরণ

৯. অনর্থক কথাবার্তা বলা

১০.দুনিয়ার মোহে মগ্ন হওয়া। 

ঈমানের দুর্বলতা দূরকরণের উপায়:

১. অধিক পরিমাণে কোরআন তিলাওয়াত করা

২. বিনয়ী হওয়া ও দুনিয়ার চাকচিক্য পরিত্যাগ করা

৩. বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা

৪. নিয়মিত ইসলামি আলোচনা সভায় উপস্থিত হওয়া

৫. নফল আমলে অভ্যস্ত হয়ে ওঠা

৬. আল্লাহকে ভালোবাসা ও অধিকহারে তাঁর জিকির করা

৭. মুমিনদের সঙ্গে সম্পর্ক ও কাফিরদের সঙ্গে সম্পর্কচ্ছেদ করা

৮. আত্মসমালোচনা করা

৯. কামনা-বাসনা কম করা

১০. আল্লাহর কাছে রোনাজারি ও দোয়া করা।  

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //