৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান

তাইওয়ানে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যার উৎপত্তি স্থল ছিলো পূর্বাঞ্চলের হুয়ালিয়েনের প্রত্যন্ত এলাকায়।

এছাড়া গতকাল সোমবার (২২ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত তাইওয়ানের পূর্ব উপকূলে ৮০টির বেশি ভূকম্পন অনুভূত হয়েছে।

তাইওয়ানের আবহাওয়া প্রশাসন জানিয়েছে, এসব ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিলো ৬ দশমিক ৩ মাত্রার। এর উৎপত্তি স্থল ছিলো পূর্বাঞ্চলের হুয়ালিয়েনের প্রত্যন্ত এলাকায়। ভূমিকম্পের আঘাতে রাজধানী তাইপেতে ভবন কেঁপে ওঠে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিলো হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে।

উল্লেখ্য, এর আগে গত ৩ এপ্রিল তাইওয়ানের পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি ১৪ জন মারা যান।

তাইওয়ানে গত ২৫ বছরের মধ্যে এটি ছিলো সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প তাইওয়ানে আঘাত আনে। তাতে প্রায় ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //