চীন ও রাশিয়ার ভেটো

ভেস্তে গেল গাজায় যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হয়নি গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো মার্কিন প্রস্তাব। পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া বিপক্ষে ভোট দেওয়ায় প্রস্তাবটি পাস হতে ব্যর্থ হয়। 

আজ শুক্রবার (২২ মার্চ) খসড়া প্রস্তাবটির ওপর ভোটাভুটি হয়। 

খসড়া প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১১টি। বিপক্ষে ভোট দেয় চীন, রাশিয়া ও আলজেরিয়া। ভোটদানে বিরতছিল গায়না।

রাশিয়া ও চীন প্রস্তাবটির ভোটাভুটিতে নিজেদের ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে।

খসড়া প্রস্তাবে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনকে আরও কঠোর হতে দেখা গেছে। পাঁচ মাসব্যাপী দীর্ঘ এই যুদ্ধের শুরুতে ‘যুদ্ধবিরতি’ শব্দটি ব্যবহারে আপত্তি জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এমনকি জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান বিষয়ক কয়েকটি প্রস্তাবে ভেটোও দিয়েছিল দেশটি।

নিরাপত্তা পরিষদে পাস হওয়ার জন্য একটি প্রস্তাবের পক্ষে ১৫ সদস্যের মধ্যে কমপক্ষে নয়টি সদস্য দেশের সমর্থন বা পক্ষে ভোট পড়তে হয় এবং সেটিতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া ও চীনের কোনও ভেটো থাকা যাবে না।

ভেটো দেওয়ার পর জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেবেঞ্জিয়া বলেছেন, খসড়া প্রস্তাবে যুদ্ধবিরতির আহ্বান ছিল না এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ইচ্ছাকৃত আন্তর্জাতিক সম্প্রদায়কে ভুল পথে নিয়ে যাচ্ছে। প্রস্তাবটিতে কার্যত গাজার রাফা শহরে অভিযান চালিয়ে যেতে ইসরায়েলকে সবুজ সংকেত দেওয়া হয়েছে।

মার্কিন দূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড বলেছেন, প্রস্তাবে ভেটো দিয়ে রাশিয়া প্রগতির বিপরীতে রাজনীতিকে বেছে নিয়েছে।

তিনি আরও বলেছেন, রাশিয়া ও চীন শান্তিকে এগিয়ে নিতে কার্যকর কিছুই করছে না।

সূত্র- আল-জাজিরা

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //