গাজায় যুদ্ধবিরতির সময় জানালেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগামী সোমবার গাজায় যুদ্ধবিরতি হবে বলে আশা করছেন তিনি। কাতারে ইসরায়েল ও হামাস প্রতিনিধিদের নিয়ে চলমান আলোচনায় এই মন্তব্য করেছেন তিনি।

গতকার সোমবার (২৬ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বাইডেন বলেন, আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছে আমরা যুদ্ধ বিরতির কাছাকাছি আছি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা এখনও চেষ্টা থামাই নাই। আমার আশা আগামী সোমবারের মধ্যে আমরা যুদ্ধবিরতি ঘোষণা শুনবো।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছিলেন, গত কয়েক দিনে ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে হামাস সর্বশেষ প্রস্তাবিত চুক্তিটি গ্রহণ করবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

মুখপাত্র ম্যাথিউ মিলার আরও বলেছেন, মিশর, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতার যে আলোচনা চালিয়ে যাচ্ছে তাতে আমাদের অগ্রগতি হয়েছে।

২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত স্থায়ী হওয়া সেই বিরতির পর ফের যুদ্ধ শুরু হয় ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে। তবে হামাসের হাতে এখনও শতাধিক জিম্মি রয়েছে। এই জিম্মিদের মুক্ত করতেই পরবর্তী যুদ্ধবিরতির জন্য তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, মিসর এবং কাতার।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ লোককে হত্যা করার পর ইসরায়েল গাজায় হামলা শুরু করে যা এখনও চলছে। হামাসের হামলাকারীরা ইসরায়েলের ২৫৩ জনকে জিম্মি করে। যাদের মধ্যে বেশ কয়েকজনকে ছেড়ে দেয়া হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //