তাইওয়ানের নতুন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানালো যুক্তরাষ্ট্র

তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্র্যাটি প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) নেতা উইলিয়াম লাই চিং তে জয়ী হওয়ায় শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

গতকাল শনিবার (১৩ জানুয়ারি) এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ শুভেচ্ছা জানান। এতে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক গভীর করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে দেশটির সঙ্গে অনানুষ্ঠানিক সম্পর্ক গভীর করার প্রত্যাশা রাখেন। 

শনিবার (১৩ জানুয়ারি) সকাল থেকে তাইওয়ানে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে দেশটির ক্ষমতাসীন ডিপিপি আবারও জয়ী হয়েছে। এ নিয়ে তৃতীয় মেয়াদে ক্ষমতায় এলো দলটি। দলের প্রার্থী লাই চিং তে ৪০.২ শতাংশ ভোট পেয়েছেন। চীন তাকে ভোট না দেয়ার আহ্বান জানিয়েছিল। 

লাই বর্তমানে দলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশটির প্রধান বিরোধী দল কুয়োমিনতাংয়ের (কেএমটি) প্রার্থী হু যু-ই এবং নবীন দল তাইওয়ান পিপলস পার্টির (টিপিপি) প্রার্থী রাজধানী তাইপের সাবেক মেয়র কো ওয়েন-জের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

তাইওয়ানের কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটের ফলাফল ঘোষণা করেছে। এতে লাই ৪০.২ শতাংশ ভোট পেয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, ৯৮ শতাংশ ভোট কেন্দ্রের ফলাফল গণনা শেষ হয়েছে। এতে লাইয়ের প্রধান বিরোধী প্রতিদ্বন্দ্বী দল কুয়োমিনতাংয়ের প্রার্থী হু যু-ই ৩৩.৪ শতাংশ ভোট পেয়েছেন। ফলে এ নির্বাচনে হেরে তিনি পরাজয় মেনে নিয়েছেন। একই সঙ্গে নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে দলের সমর্থনকারীদের কাছে ক্ষমা চেয়েছেন।

নির্বাচনের আগে থেকেই লাইয়ের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছিল চীন। এরপরও বড় এই জয় ইঙ্গিত দিচ্ছে—চীনের চাপকে পাত্তা দেননি তাইওয়ানের সাধারণ ভোটাররা। তারা চীন বিরোধী লাইকেই ক্ষমতায় আনার ব্যাপারে বদ্ধপরিকর ছিলেন। শনিবার (১৩ জানুয়ারি) নতুন প্রেসিডেন্ট ছাড়াও তাইওয়ানের সাধারণ মানুষ এমপি নির্বাচনেও ভোট দিয়েছেন।

তাইওয়ানের নির্বাচন ঘিরে সরব ছিল চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনের দিনও তাদের ভূখণ্ডে বেলুন উড়িয়েছে বেইজিং। তাইওয়ান নিজেকে স্বায়ত্তশাসিত বললেও চীন দাবি করে, ভূখণ্ডটি তাদেরই অংশ। এবারের প্রেসিডেন্ট নির্বাচনের আগে চীন বলেছিল, এটি ‘শান্তি অথবা যুদ্ধের’ নির্বাচন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //