নারীদের বেশি সন্তান নিতে আহ্বান জানিয়ে কাঁদলেন কিম

জন্ম হার কমে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। সম্প্রতি এক অনুষ্ঠানে তাকে আবেগ তাড়িত হয়ে কাঁদতে দেখে গেছে। ওই অনুষ্ঠানে তিনি নারীদের আরও অধিক সন্তান নেয়ার আহ্বান জানান তিনি। 

কিম জং উনের কান্না করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। যাতে দেখা গেছে কিম নিচের দিকে তাকিয়ে আছেন। এসময় তাকে খুব বিষণ্ণ দেখা গেছে। ওই অনুষ্ঠানে আগতরা কিমের এই অবস্থা দেখে অবাক হয়ে তাকিয়ে ছিলেন। 

গত রবিবার মায়েদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে কিম বলেন, সন্তান পালন করা গৃহস্থালি কাজের অংশ। মায়েদের উচিত আরও অধিক সন্তান নেওয়া।

ওই অনুষ্ঠানে কিম জাতি গঠনে মায়েদের অবদানের কথা তুলে ধরে তাদের ধন্যবাদ জানান। কিম বলেন, রাষ্ট্রীয় কাজে অনেক ব্যস্ত থাকতে হয় এবং অনেক কঠিন সময় পার করতে হয়। তবে আমি সব সময় মায়েদের কথা চিন্তা করি। 

জাতিসংঘের জনসংস্থা বিষয়ক সংস্থা চলতি বছরের এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর কোরিয়ায় জন্মগ্রহণের হার ১.৮ শতাংশ। যা গত কয়েক দশকের তুলনায় অনেক কম। তবে উত্তর কোরিয়ার পার্শ্ববর্তী দেশগুলোতে জন্মহার অনেক ভালো। 

উত্তর কোরিয়ায় গত বছর জন্মহার ছিলো মাত্র ০.৭৮ শতাংশ। অন্যদিকে জাপানে ছিলো ১.২৬ শতাংশ।  উত্তর কোরিয়াতে বর্তমানে  ২ কোটি ৫ লাখ জনসংখ্যা রয়েছে। তবে ১৯৯০ সালের দুর্ভিক্ষের পর দেশটিতে ক্রমাগতভাবে জন্মহার কমছে। 


সূত্র- এনডিটিভি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //