পাকিস্তানে মার্কিন সহায়তা বন্ধে ১১ সিনেটরের আহ্বান

যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের একাংশ পাকিস্তানে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানিয়ে বাইডেন প্রশাসনকে একটি চিঠি পাঠিয়েছেন। যতক্ষণ না দেশটিতে সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধার না হয় ততক্ষণ তাদের সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছে মার্কিন সিনেটের ১১ সদস্য।

আজ রবিবার (১৯ নভেম্বর) পাকিস্তান সংবাদ মাধ্যম ডন এ প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, আইন প্রণেতারা লেহি আইন এবং বিদেশী সহায়তা আইনের ধারা ৫০২(বি) এর অধীনে এই আহ্বান জানান।

সিনেটরদের চিঠিতে বলা হয়, ‘আমরা আরও অনুরোধ করছি যে, যতক্ষণ না পাকিস্তান সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধারের দিকে নির্ণায়কভাবে অগ্রসর না হয়, যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে সব দল অবাধে অংশগ্রহণ করতে পারে।’

এছাড়াও ব্লাসফেমি আইনকে আরও শক্তিশালী করার জন্য পাকিস্তানের পদক্ষেপের কথাও চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়। তারা বলেন, ‘আমরা ফৌজদারি আইন (সংশোধনী) বিল, ২০২৩ পাস করার বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন, যা বিদ্যমান ব্লাসফেমি আইনকে শক্তিশালী করবে।

তারা উল্লেখ করে, ‘বিলটি পুঙ্খানুপুঙ্খ সংসদীয় পদ্ধতির জন্য অনেক আইনপ্রণেতাদের বারবার আহ্বান সত্ত্বেও তাড়াহুড়ো করে পাস করা হয়েছে। যদিও এখনও রাষ্ট্রপতির স্বাক্ষর করা হয়নি বিলটিতে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //