ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় বিষয়টি জানতে পারেন তার চিকিৎসকরা।

শুক্রবার (৩ মার্চ) বাইডেনের ডাক্তার কেভিন ও’কনর গণমাধ্যমে দেয়া একটি নোটে এ কথা উঠে আসে।

বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডাক্তার কেভিন নোটে লিখেছেন, গত ১৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির বাইরে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে বাইডেনের বুক থেকে একটি ক্ষতিগ্রস্ত টিস্যু অপসারণ করা হয়েছে। বায়োপসি করানোর পর থেকে ওই ক্ষতস্থান ‘দারুণভাবে নিরাময়’ হয়েছে। তার আর এ–সংক্রান্ত চিকিৎসার প্রয়োজন হবে না।

কেভিন ও’কনর নোটে আরও লিখেছেন, পরীক্ষা-নিরীক্ষায় বাইডেনের ব্যাসাল সেল কার্সিনোমা নামে একধরনের ত্বকের ক্যানসার শনাক্ত হয়েছে। এ ক্যানসার সাধারণত ছড়ায় না বা মেটাস্টেসিস হয় না।

এদিকে, হোয়াইট হাউস জানিয়েছে, ক্যান্সারযুক্ত একটি টিস্যু বাইডেনের বুক থেকে অপসারণ করা হয়েছে। ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয় গত মাসে। তিনি বর্তমানে সুস্থ আছেন এবং দায়িত্ব পালন করতে পারবেন।

বাইডেনের শরীর থেকে ক্যান্সারযুক্ত সমস্ত টিস্যু সরানো হয়েছে। এখন আর তার কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তবে তার চলমান স্বাস্থ্যসেবার অংশ হিসেবে ডার্মাটোলজিক নজরদারি চালিয়ে যাওয়া হবে বলে জানায় তার ডাক্তাররা।

উল্লেখ্য, জানুয়ারিতে বাইডেনের স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেনের শরীর থেকেও এ ধরনের তিনটি টিস্যু অপসারণ করা হয়েছে। এর মধ্যে দুটি টিস্যু ব্যাসাল সেল কার্সিনোমা হিসেবে শনাক্ত হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে বাইডেনের শরীর থেকেও নন-মেলানোমা নামে ত্বকের ক্যানসারের বেশ কয়েকটি টিস্যু অপসারণ করা হয়েছিল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //