যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নেভাদার স্টেজকোচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি কেয়ার ফ্লাইট জানায়, উড্ডয়নের কিছু সময় পর রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নেভাডার রেনো শহর থেকে প্রায় ৪৫ মাইল দক্ষিণ-পূর্বে স্টেজকোচ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

প্রতিবেদনে আরও জানানো হয়, বিমানটি পাঁচজন যাত্রী অবস্থান করছিলেন। সবাই মারা গেছেন। শুক্রবার রাতে নেভাদার স্টেজকোচের কাছে বিমান দুর্ঘটনার খবর পায় পুলিশ। পরে সেন্ট্রাল লিয়ন কাউন্টির দমকল বিভাগ ঘটনাস্থলে ছুটে যায়।

জানা যায়, বিমানটিতে একজন পাইলট ছাড়াও রোগী ও তার পরিবারের একজন সদস্য, ফ্লাইট নার্স এবং ফ্লাইট প্যারামেডিক ছিলেন। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা না গেলেও এরই মধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন অঙ্গরাজ্য। ঘরবাড়ি-সড়ক ঢাকা পড়েছে বরফে। বিদ্যুৎ বিচ্ছিন্ন ৯ লাখ মানুষ। একের পর এক বাতিল হচ্ছে ফ্লাইট। বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানও। পরিস্থিতির ভয়াবহতায় ক্যালিফোর্নিয়ায় সতর্কতা জারি করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //