‘জাপান-রাশিয়ার শান্তি চুক্তি অসম্ভব’

জাপানের রুশবিরোধী পদক্ষেপের কারণে দেশটির সাথে কোনোভাবেই শান্তি চুক্তি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ও জাপান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শত্রুতাপূর্ণ সম্পর্কের অবসান ঘটাতে পারেনি। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হোক্কাইডো দ্বীপের কাছে রাশিয়ার দখল করা কয়েকটি দ্বীপ নিয়ে এই অচলাবস্থা তৈরি হয়েছে। রাশিয়ায় এই দ্বীপগুলো কুরিলস বলে পরিচিত। আর জাপানে এগুলোকে বলা হয় নর্দার্ন টেরিটোরিজ।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজেন্ডার নোভাক বলেন, এটা নিশ্চিত যে জাপানের সঙ্গে শান্তি চুক্তি অসম্ভব। যে দেশ প্রকাশ্যে অবন্ধু সুলভ অবস্থান নিয়ে নিজেদের আমাদের দেশের হুমকি হিসেবে হাজির করেছে।

ইউক্রেনে আক্রমণের পর রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে জাপান। একইসাথে গত কয়েক মাসে তারা রাশিয়া থেকে তেল ও কয়লা আমদানি কমিয়ে দিয়েছে।

সূত্র: আল জাজিরা


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //