বিশ্বজুড়ে করোনা: কমেছে মৃত্যু ও শনাক্ত

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ৯৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ১২৩ জন। এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ২ হাজার ৮৮২ জন।

আজ শনিবার (২৮ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য জানিয়েছে।

এর আগে, গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) করোনাভাইরাসে আক্রান্ত ৯৫৬ জনের মৃত্যু হয়। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছিল আরো ১ লাখ ৭৫ হাজার ১৪৭ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে দৈনিক আক্রান্ত-মৃত্যুর হিসেবে শীর্ষে ছিল জাপান; দেশটিতে এদিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৫৩ হাজার ৯১১ জন এবং এ রোগে মারা গেছেন ৩৪৩ জন।

জাপান ব্যাতীত আরও যেসব দেশে এ দিন সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেগুলো হলো— যুক্তরাষ্ট্র (মৃত ১০৪ জন, নতুন আক্রান্ত ১৩ হাজার ৪১৩ জন), অস্ট্রেলিয়া (মৃত ১০১ জন, নতুন আক্রান্ত ৫ হাজার ৩৫৫ জন), ব্রাজিল (মৃত ৫৪ জন, নতুন আক্রান্ত ১১ হাজার ৩১৭ জন) এবং ফ্রান্স (মৃত ৪৪ জন, নতুন আক্রান্ত ৪ হাজার ৬৮১ জন)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ১০ লাখ ৯৩ হাজার ৭৩৯ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ১০ লাখ ৫১ হাজার ৩৫১ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৪২ হাজার ৩৮৮ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //