আসাম পুলিশের গুলিতে মেঘালয়ের ৬ নাগরিক নিহত

মেঘালয়ের একটি গ্রামে গুলি চালিয়ে এক বনরক্ষীসহ ছয় গ্রামবাসীকে হত্যা করেছে আসাম পুলিশ। অভিযোগটি করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। মঙ্গলবার (২২ নভেম্বর) ভোরে মেঘালয়ের পশ্চিম জৈন্তিয়া পাহাড়ের মুকরোহ এলাকায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

কনরাড সাংমা বলেন, “আসাম পুলিশ ও আসাম ফরেস্ট গার্ডের সদস্যরা মেঘালয়ে প্রবেশ করে উসকানি ছাড়াই গুলি করে।”

“এতে মেঘালয়ের পাঁচজন গ্রামবাসীসহ আসাম ফরেস্ট গার্ডের এক সদস্য নিহত হয়েছে।”

তিনি বলেন, “আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। মেঘালয় পুলিশ একটি এফআইএর নথিভুক্ত করেছে।”

এদিকে এ ঘটনার জেরে মেঘালয় সরকার মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে মেঘালয়ের সাতটি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে।

নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে মেঘালয় রাজ্য শিলং চেরি ব্লজম উৎসব বাতিল করেছে। নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //