আয়ারল্যান্ডে পেট্রলপাম্পে বিস্ফোরণ, নিহত ১০

আয়ারল্যান্ডে একটি পেট্রলপাম্পে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই কিশোর রয়েছে। 

গত শুক্রবার (৭ অক্টোবর) আইরিশ কাউন্টি ডোনেগালের একটি পেট্রলপাম্পে এ ঘটনা ঘটে।

আজ রবিবার (৯ অক্টোবর) দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম বিবিসি বলেছে, এটি একটি দুঃখজনক দুর্ঘটনা।

পুলিশ জানায়, গত শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার কিছু পরে ক্রিসলো গ্রামের উপকণ্ঠে অ্যাপলগ্রিন পেট্রল পাম্প স্টেশনে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত হলেও আর কোনো হতাহতের আশঙ্কা করা হচ্ছে না।

পুলিশ বলছে, গত শুক্রবারই তিনজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছিল। আর রাতে আরো চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে শনিবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ জনে।

ঘটনাস্থল থেকে প্রায় ১৫০ মিটার দূরের বাসিন্দা কাইরান গ্যালাঘে বলেন, বিস্ফোরণের শব্দ বোমার শব্দের মতো শোনাচ্ছিল। আমি সে সময় বাড়িতেই ছিলাম। বিস্ফোরণের শব্দ পেয়ে তাৎক্ষণিক বুঝতে পারি কিছু একটা ঘটছে।

রয়টার্স বলছে, নিহতদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী রয়েছে। তারা সবাই স্থানীয়। এছাড়া আটজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজন গুরুতর আহত হওয়ায় তাকে ডাবলিনে এয়ারলিফট করা হয়।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //