বাড়ি ফিরলেন মাহাথির

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ রবিবার (৪ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় এই প্রবীণ রাজনীতিককে।

করোনা ভাইরাস পরীক্ষার ফল পজেটিভ আসলে গত ৩১ আগস্ট দেশটির জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করানো হয় তাকে। 

মাহাথিরের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। 

বিবৃতিতে আরো জানানো হয়, হাসপাতাল থেকে ছাড়া পেলেও আগামী মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকবেন তিনি।  

এ প্রসঙ্গে দেশটির সরকার এক বিবৃতিতে জানিয়েছে, করোনার সংক্রমণ থেকে সুরক্ষায় ৯৭ বছর বয়সী মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী তিন ডোজ টিকা নিয়েছিলেন। সবশেষ ভ্যাকসিন নিয়েছিলেন ২০২১ সালের নভেম্বরে। বর্ষীয়ান এই নেতা আগেও হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন।   

উল্লেখ্য, ১৯৮১ সাল থেকে ২০১৮ সালের মে পর্যন্ত দীর্ঘ ২২ বছর দুই মেয়াদে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন তিনি। এরপরে বিরোধী দলীয় জোটের নেতা হিসেবে দুই বছর ক্ষমতায় থাকার পরে ক্ষমতার লড়াইয়ে জোটের পতন হলে তিনি পদত্যাগ করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //