কলম্বিয়ায় সন্ত্রাসী হামলায় আট পুলিশ কর্মকর্তা নিহত

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে বিস্ফোরক হামলায় আট পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো জানিয়েছেন, দেশের প্রায় ৬০ বছরের সংঘাতের অবসানের প্রতিশ্রুতি দিয়ে তিনি দায়িত্ব নেওয়ার পর এটি নিরাপত্তা বাহিনীর উপর সবচেয়ে মারাত্মক হামলা।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার অফিসাররা যে গাড়িতে যাচ্ছিলেন সেটিতে বিস্ফোরক হামলা চালালে তারা নিহত হন।

প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এক টুইট বার্তায় বলেন, সান লুইস, হুইলায় বিস্ফোরক হামলায় আট পুলিশ সদস্য নিহতের ঘটনার নিন্দা জানাচ্ছি। তাদের পরিবারের সাথে সংহতি প্রকাশ করছি। তদন্তের জন্য আমি কর্তৃপক্ষকে এলাকায় যেতে বলেছি।

পেট্রো শুক্রবার হামলার সন্দেহভাজন অপরাধীদের নাম উল্লেখ করেননি। তবে নিরাপত্তা সূত্রে জানা গেছে, এফএআসি বিদ্রোহী আন্দোলনকারীরা এই এলাকায় সক্রিয়।

প্রেসিডেন্ট পেট্রো এম-১৯ বিদ্রোহী আন্দোলনের সাবেক সদস্য। তিনি ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) বিদ্রোহীদের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন।

কলম্বিয়ার সরকার, বামপন্থী বিদ্রোহী, ডানপন্থী আধাসামরিক বাহিনী এবং মাদক চোরাচালান চক্রের মধ্যে দ্বন্দ্বে ১৯৮৫ থেকে ২০১৮ সালের মধ্যে কমপক্ষে সাড়ে চার লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। সূত্র: আল জাজিরা

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //