ফের হাসপাতালে মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে ফের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এবার তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে গেছেন বলে জানা গেছে। 

আজ বুধবার (৩১ আগস্ট) তার কোভিড-১৯ শনাক্ত হয়। এরপর তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

৯৭ বছর বয়সী এই নেতার শারীরিক অবস্থা বহুদিন ধরেই ভালো যাচ্ছে না। এরমধ্যে কোভিড আক্রান্তের খবর তার অনুসারীদের মনে শঙ্কার ছাপ ফেলছে। 

আল-জাজিরার এক প্রতিবেদনে মাহাথিরের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে।

ওই বিবৃতিতে, মাহাথিরের কোভিড আক্রান্তের খবর নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা কেমন তার বিস্তারিত জানানো হয়নি। গত জানুয়ারি মাসেও মাহাথির হৃদরোগের কারণে বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন।

খবরে জানানো হয়ে, কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেছিলেন মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী। 

তিনি দুই বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। একবার ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এরপর ২০১৮ সালের মে মাসে ক্ষমতায় ফিরে দুই বছর পর পদত্যাগ করেন তিনি।

গেল শনিবারই (২৭ আগস্ট) তিনি গেরাকান তানাহ এয়ার নামক নতুন রাজনৈতিক দল নিয়ে আগামী নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছিলেন। 

সে সময় তিনি বলেছিলেন, আমরা প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত এবং আমরা মালয়েশিয়ার সবকটি আসনে প্রার্থী দেবো। দেশের ৫০ শতাংশ আসনে জয় না পেলেও আমরাই হব বিজিত বড় দল।  


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //