মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সাজা বহাল

রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের (ওয়ানএমডিবি) অর্থ কেলেঙ্কারি মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সাজা বহাল রেখেছে শীর্ষ আদালত।

মঙ্গলবার (২৩ আগস্ট) নাজিবের দণ্ড বাতিলের আপিল খারিজ করে নিম্ন আদালতের রায় বহাল রাখে কেন্দ্রীয় আদালত।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

২০০৯ সালে নাজিব রাজাক প্রধানমন্ত্রী থাকার সময় দেশটির অর্থনৈতিক উন্নতির জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে ওয়ান মালয়েশিয়ান ডেভেলপমেন্ট বেরহাদ বা ওয়ানেএমডিবি গঠন করা হয়। পরবর্তীতে ওই তহবিল থেকে ৪৫০ কোটি মার্কিন ডলার লোপাটের ঘটনা ঘটে। এর সঙ্গে নাজিব রাজাক জড়িত বলে তদন্তে উঠে আসে।

২০২০ সালে নাজিব রাজাককে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তখন সাতটি মামলার দণ্ডের বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি।

মঙ্গলবার রায়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টেংকু মাইমুন তুয়ান মাত বলেন, নাজিব রাজাকের বিরুদ্ধে অভিযোগগুলো তারা বিস্তারিত পরীক্ষা করেছেন। সাতটি অভিযোগে নাজিব রাজাককে দেওয়া ১২ বছরের সাজা অতিরিক্ত নয়।

এছাড়া, রাজাককে দ্রুত কারাগারে পাঠানোর নির্দেশ দেন প্রধান বিচারপতি।

রাজাক সাতটি অভিযোগের বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন। কিন্তু সব বিচারপতিদের সম্মতিতে তার আবেদন বাতিল করা হয়। আর সাজা বহাল রাখার আদেশ দেওয়া হয়

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //