২৩ বছরের মধ্যে তুর্কিয়েতে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি

গত ২৩ বছরের মধ্যে তুর্কিয়ে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি দেখেছে। দুই মহাদেশ বিস্তৃত দেশটিতে গত মে মাসে আগের বছরের একই সময়ের তুলনায় মুদ্রাস্ফীতি বেড়ে হয়েছে সাড়ে ৭৩ শতাংশ।

স্থানীয় গণমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্য ও জ্বালানির দামের ধারাবাহিক বৃদ্ধিতে মুদ্রাস্ফীতি বেড়েছে তুর্কিয়েতে।

গতকাল শুক্রবার (৩ জুন) প্রকাশিত সরকারি ডেটা অনুযায়ী, এপ্রিলের তুলনায় মে মাসে বার্ষিক মুদ্রাস্ফীতির হার ৭০ শতাংশ বেড়েছে।

বার্ষিক মুদ্রাস্ফীতির হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি বেড়েছে যাতায়াত, খাদ্যপণ্য ক্রয় ও ঘরবাড়ি সাজানোর উপকরণের ব্যয়। গত মে মাসে যাতায়াতে মুদ্রাস্ফীতি হয়েছে ১০৭.৬ শতাংশ। অন্যদিকে খাদ্যে মুদ্রাস্ফীতি বেড়ে হয়েছে ৯১.৬ শতাংশ।

এর আগে ১৯৯৮ সালে তুর্কিয়েতে কূটনৈতিক সংকটের সময় ব্যাপক মুদ্রাস্ফীতি দেখা যায়। 

রাশিয়া-ইউক্রেন উভয় দেশের সাথেই সুসম্পর্ক রয়েছে তুর্কিয়ের। ওই দুই দেশের যুদ্ধের প্রভাব তুর্কিয়ের বাজারে পড়েছে। এর বাইরে করোনাভাইরাস মহামারিও দেশটিতে পণ্যমূল্য বাড়িয়েছে।

চলতি বছরের শেষ নাগাদ তুর্কিয়েতে মুদ্রাস্ফীতি ৭০ শতাংশের কাছাকাছি থাকবে বলে মনে করা হচ্ছে।

বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান সিটির অর্থনীতিবিদরা বলছেন, ডলার ও প্রভাবশালী অন্য মুদ্রার বিপরীতে তুর্কিয়ের মুদ্রা লিরার অবনমন দেশটির মুদ্রাস্ফীতিকে আরো ত্বরান্বিত করছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //