স্থগিত থাকবে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা : ইইউ

ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়ে গেছে বলে যুক্তরাষ্ট্র যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর)  ইইউয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে ইইউর পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা কৌশল বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন, পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ আগের মতোই বহাল থাকবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কারণে এই সমঝোতার সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়ে কথা বলারই অধিকার ওয়াশিংটনের নেই। কাজেই এই সমঝোতার মাধ্যমে নিষেধাজ্ঞা পুনর্বহালের যে প্রক্রিয়া আছে, তাও ব্যবহার করার অধিকার রাখে না যুক্তরাষ্ট্র। সংবাদ সংস্থা সিনহুয়া ও সংবাদমাধ্যম পার্স টুডে এ খবর জানিয়েছে।

বোরেল তার বিবৃতিতে আরো বলেন, সব পক্ষের উচিত ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করে এটির পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা।

এদিকে, ই্ইউর পাশাপাশি ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের মার্কিন চেষ্টা প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, চীন ও রাশিয়া।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //