লকডাউনে নারীর প্রতি সহিংসতার ঘটনা বাড়ছে: জাতিসংঘ

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নভেল করোনাভাইরাস মোকাবিলার পরিকল্পনায় নারীদের সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করতে সারাবিশ্বের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, এই দুর্যোগের সময় নারীর প্রতি পারিবারিক সহিংসতার ঘটনা হু হু করে বাড়ছে। যেখানে তাদের সবচেয়ে নিরাপদে থাকার কথা এই সময়ে, সেটি নারীদের জন্য বিভীষিকাময় হয়ে ওঠছে।

এক বিবৃতি ও বিভিন্ন ভাষায় প্রকাশিত ভিডিওতে তিনি আরো বলেন, যুদ্ধক্ষেত্রেই সহিসংতা সীমাবদ্ধ নয়। অনেক নারী ও মেয়ে তাদের নিজ বাড়িতেই ব্যাপক হুমকিতে রয়েছে। যদিও সেখানে তাদের সবচেয়ে নিরাপদ থাকার কথা। 

তিনি বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া কভিড-১৯ মোকাবেলায় সংঘাতময় এলাকাগুলোতে যুদ্ধ বিরতিরও আহবান জানিয়েছেন।

জাতিসংঘের মহাসচিব বলেন, গত কয়েক সপ্তাহে অর্থনৈতিক ও সামাজিক চাপ বেড়েছে। মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে। সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে পারিবারিক সহিংসতার ঘটনা। সরকারগুলো করোনাভাইরাস মোকাবিলায় জাতীয় যে পরিকল্পনা নিচ্ছে, তাতে নারীর প্রতি পারিবারিক সহিংতা রোধের বিষয়টিও যেন থাকে।

বিশ্বজুড়ে ঘরে ঘরে শান্তির আহ্বান জানিয়ে তিনি বলেন, যুদ্ধক্ষেত্র থেকে ঘর সবখানে আমরা যৌথভাবে সহিংসতা বন্ধ করতে পারি এবং অবশ্যই তা করতে হবে।

জাতিসংঘের মহাসচিব ওষুধের দোকান ও মুদিদোকানগুলোতে জরুরি সতর্ক ব্যবস্থা চালুর ওপর জোর দেন, নারীরা যেন তাদের নির্যাতকদের এড়িয়ে রাষ্ট্রের কাছে জরুরি সেবা চাইতে পারেন। -এএফপি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //