করোনা ভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘সর্বোচ্চ’ সতর্কতা

চীনের উহানে শনাক্ত হওয়া করোনা ভাইরাস (কোভিড-১৯) বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। নতুন ছয়টি দেশে প্রথমবারের মতো এ ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার পর এ ঘোষণা দিয়েছে হু।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস বলেছেন, আমরা এ ভাইরাসটিকে খাটো করে দেখছি না। এজন্যই আমরা বলছি, এ ভাইরাসটি বিশ্বে ছড়িয়ে পড়ার ঝুঁকি খুবই বেশি। আমরা সতর্কতার মাত্রা ‘উচ্চ’ থেকে ‘সর্বোচ্চ’ ধাপে নিয়ে গেছি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চীনে ৩২৯ জন নতুন রোগী পাওয়া গেছে, যা এক মাসের মধ্যে সবচেয়ে কম। চীনে আক্রান্তের মোট সংখ্যা ৭৮ হাজার ৯৫৯, মৃত্যু হয়েছে প্রায় দুই হাজার আটশ মানুষের। বিশ্বের ৫৪টি দেশে এ ভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা ৮৩ হাজার ৬৯৪ জন। এরই মধ্যে মৃত্যু হয়েছে দুই হাজার আটশ ৬১ জনের।

বেলারুশ, লিথুয়ানিয়া, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, নেদারল্যান্ডসের মতো দেশেও করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, প্রায় ৫৭টি দেশের মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত।

করোনা ভাইরাস চীনের মহামারি আকার ধারণ করেছে। ইতালিতে ৬৫০ জন এ ভাইরাসে আক্রান্ত। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে মারা গেছে ২১০ জন। আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //