যুক্তরাষ্ট্রে জাহাজে আগুন লেগে মৃত ২৫, নিখোঁজ ৯

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলীয় এক দ্বীপের উপকূলে একটি জাহাজে আগুন লাগার পর সেটি ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে নয়জন। 

ইউএস কোস্টগার্ড জানিয়েছে, লস অ্যাঞ্জেলস থেকে ১৪৫ কিলোমিটার পশ্চিমে সান্তা ক্রুজ দ্বীপের কাছে স্কুবা ডাইভিং জলযান ‘কনসেপশন’ নোঙর করা ছিল। স্থানীয় সময় সোমবার ভোররাত সোয়া ৩টার দিকে ২৩ মিটার দৈর্ঘ্যের এ জাহাজে আগুন লাগে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

উদ্ধারকারীরা ডুবে যাওয়া জাহাজটির আশপাশে সাগরের তলদেশে ২৫টি মৃতদেহ খুঁজে পায়। এ ঘটনায় পাঁচ ক্রু সদস্য আগুন থেকে নিজেদের রক্ষা করতে পেরেছেন।

 সান্তা বারবারার কাউন্টি শেরিফ বিল ব্রাউন বলেছেন, ঘটনার সময় জাহাজটিতে ৩৯ আরোহী ছিলো। এদের মধ্যে পাঁচ জন বেঁচে আছেন ও ২৫ জনের মৃত্যু হয়েছে, বাকি নয় জনের খোঁজে উদ্ধারকারী দলগুলো তল্লাশি চালাচ্ছে। জাহাজটি পানির ১৮ মিটার গভীরে (৬০ ফুট) উল্টা হয়ে ডুবে আছে। 

অন্য কেউ জীবিত আছেন কিনা তা খুঁজে দেখতে সান্তা ক্রুজ দ্বীপের তটরেখা ধরে তল্লাশি চালিয়েছে কোস্ট গার্ড কিন্তু কাউকে পায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। -বিবিসি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //