দর্শকের আগ্রহ ছিল বিদেশি ধারাবাহিকে

এক সময় ইংরেজি সিরিজ বাংলাদেশের দর্শকের কাছে জনপ্রিয় ছিল। বাংলাদেশ টেলিভিশনে প্রচার হয়েছে বিখ্যাত সব ইংরেজি সিরিজ। যার মধ্যে আছে ম্যাকগাইভার, দ্য এক্স ফাইলস, ডালাস, সিক্স মিলিয়ন ডলার ম্যান, দ্য এ টিম, হারকিউলিস ইত্যাদি। 

পর্যায়ক্রমে আসে বাংলায় ডাবিং করা সিরিজ। সেগুলো দর্শক লুফে নেয় অনায়াসে। এসব সিরিজের মধ্যে উল্লেখযোগ্য হলো দ্য এরাবিয়ান নাইটস বা আলিফ লায়লা, দ্য সোর্ড অব টিপু সুলতান, দ্য অ্যাডভেঞ্চার্স অব সিন্দবাদ, দ্য নিউ অ্যাডভেঞ্চার্স অব রবিন হুড ইত্যাদি। 

হালে তুরস্কের সিরিজ জনপ্রিয় হচ্ছে দেশজুড়ে। একটি শেষ হলে চ্যানেল কর্তৃপক্ষ শুরু করছে নতুন সিরিজ। করোনাভাইরাসের কারণে ঘরবন্দি সময়ে এ ধারাবাহিকগুলোর জনপ্রিয়তা আরো বেড়েছে। 

অটোম্যান সাম্রাজ্যের কাহিনি অবলম্বনে নির্মিত ‘সুলতান সুলেমান’ প্রচার করে দীপ্ত টিভি দর্শকের কাছে খুলে দেয় নতুন দুয়ার। দর্শক আকৃষ্ট হয় তুর্কী সিরিয়ালের প্রতি। ফলে অন্যান্য চ্যানেলেও পর্যায়ক্রমে বিদেশি সিরিয়াল প্রদর্শন শুরু হয়। চলতি বছর দীপ্ত টিভি প্রচার করেছে ‘বাহার’, ‘ফাতমাগুল’, ‘ফেরিহা’ ইত্যাদি সিরিজ। পুনঃপ্রচারও করছে তারা কিছু সিরিজ। ‘ভাটানিম সেনসিন’ শীর্ষক একটি সিরিজ ‘জননী জন্মভূমি’ নামে প্রচার হয়েছে। 


চ্যানেল আইতে এসেছে ‘ইউনুস’ শিরোনামের একটি সিরিজ। এসএ টিভিতে এসেছে ইরানের সিরিজ ‘শেহেরজাদ ফরহাদ’। মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে আরব্য রজনীর গল্প অবলম্বনে নির্মিত ভারতের সিরিজ ‘আলাদিন’। এশিয়ান টিভিতে প্রচার হচ্ছে তুর্কী সিরিজ ‘আয়েশা মরিয়ম’। 

এছাড়াও বছরজুড়ে বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে ‘জান্নাত’, ‘কারবালা কাহিনী’, ‘কিংডম অব সোলায়মান’, ‘বিবি মরিয়ম ও ঈসা নবী’ ইত্যাদি সিরিজ। 

মজার ব্যাপার হলো টেলিভিশনে শুধু এসব সিরিয়াল আবদ্ধ নেই। অনলাইন প্ল্যাটফর্মেও এসব সিরিজ সহজলভ্য। স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘টফি’ প্রদর্শন করছে তুর্কি সিরিজ ‘কুরুলুস উসমান’। যাকে বলা হয় মুসলিম বিশ্বের ‘গেম অব থ্রোনস’। সিরিজটির প্রথম সিজন মুক্তি পেয়েছে। 

এ সময়ের দর্শক ছকে বাঁধা গল্পের নাটক বা সিরিজ দেখতে চায় না। বিদেশি প্রতিটি সিরিজের পেছনে রয়েছে অনেক বিনিয়োগ। গল্প, লোকেশন, শিল্পী সবকিছু মিলিয়ে সিনেমার মতো একটি রূপ নিয়ে আসে সিরিজগুলো। তাই দর্শককেও টানছে তারা। দর্শক লুফে নিচ্ছে এসব বিদেশি ধারাবাহিক। দেশের কাজ দিয়ে দর্শক ফেরাতে হলে গল্প, নির্মাণ ও শিল্পী নির্বাচনে কৌশলী হবার কোনো বিকল্প নেই।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //