পর্দায় না থাকলে দর্শক ভুলে যায়: লারা লোটাস

ভুল সময়ে আমি মিডিয়ায় কাজ শুরু করেছি- বলছিলেন অভিনেত্রী লারা লোটাস। ঈদের আগের দিন কথা হচ্ছিল এ অভিনেত্রীর সাথে। ঈদের কুশল বিনিময়ের ফাঁকে কথা প্রসঙ্গে জানালেন এ কথা। 

স্বাভাবিকভাবেই জানতে চাইলাম কেন? লারা এবার বলতে শুরু করলেন, ‘আমরা এক সময়ে অগ্রজদের দেখেছি তাদের মধ্যে কত সুন্দর সম্পর্ক। তারা বড় ও ছোট সবার সাথেই সুন্দর সম্পর্ক বজায় রাখে। আর আমরা যারা ২০০৭ বা কাছাকাছি সময়ে কাজ শুরু করেছি তাদের মধ্যে সে সুসম্পর্কটা নেই। কোনো নায়িকার বেস্ট ফ্রেন্ড কোনো নায়িকা সাধারণত হয় না।’ 

তিনি যোগ করে বললেন, ‘সে সময়ে আমি ছোট ছিলাম। কাজ শুরু করে আবার পড়ালেখার জন্য বিরতিতে যেতে হলো। আবার যখন ফিরলাম তখন সবকিছু নতুন। মিডিয়াতে যতক্ষণ থাকবেন ততক্ষণ মানুষ মনে রাখবে। পর্দায় না থাকলে আপনাকে ভুলে যাবে সকলে।’

লারার কণ্ঠে ঝরছে আক্ষেপ। তিনি আরো বলেন, ‘এখন আমি বড় হয়েছি। এ সময়ে কাজ শুরু করতে পারলে সবকিছু হয়তো সহজ হতো।’

ফিরলেন কবে? কথার রেশ ধরে প্রশ্ন ছুড়ে দিলাম লারার দিকে। তিনি সহাস্যে বললেন, ‘প্রায় সাড়ে পাঁচ বছরের বিরতির পর ২০১৭ সালে ফিরেছি। তখন ফেসবুকে আইডি খুললাম। মিডিয়ার পুরনো মানুষদের বন্ধু হতে শুরু করলাম নতুন করে। বছর দুই হলো নাটক করছি আবার। এর মধ্যে রটে গেছে আমার নাকি বিয়ে হয়ে গেছে, বাচ্চার মাও হয়ে গেছি।’ শেষের বাক্য উচ্চারণে লারার কথায় তীর্যক হাসি। বোঝা যাচ্ছে এসব কারণে তিনি বিরক্ত।

লারার কাছে চলতি সময়ের সিন্ডিকেট নিয়ে প্রশ্ন তুললাম। তিনি প্রশ্ন শেষ হবার আগেই বলে উঠলেন, ‘আমাদের সময় এখনকার মতো অবস্থা ছিল না। সবারই পছন্দের শিল্পীদের নিয়ে একটা ইউনিট ছিল; কিন্তু সেখানে চাইলে অন্যরা ইন করতে পারত। এখন তো নিজেদের দলে বাইরের কারও ঠাঁই হয় না। এটা অন্যায়। কারও ক্ষতি করলে প্রকৃতি ক্ষমা করবে না।’ 

গুণী এই অভিনেত্রীর কিছু কাজ থমকে গেছে করোনার কারণে। তার মধ্যে আছে সিনেমা, বিজ্ঞাপনের কাজ। তবে এরই মধ্যে তিনি শুরু করেছেন একটি ট্র্যাভেল শোর কাজ। সহসাই দেশজুড়ে ভ্রমণে নেমে পড়বেন তিনি তার দল নিয়ে। 

অভিনেত্রী লারা অভিনয় রেখে উপস্থাপনায় ঝুঁকলেন কী কারণে? উত্তরটা লারার মুখেই ছিল, ‘দেখুন বেঁচে থাকলে কাজ করতে পারব। জীবনের চাইতে জীবিকা বড় না। আমার ঈদের কাজের অফার ছিল। পরিবারের কথা ভেবে কাজ করিনি। তবে এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় লাইভ করছি। এতে করে কিছুটা হলেও আর্থিকভাবে উপকৃত হচ্ছি।’

লারার কাছে জানতে চাওয়া ওয়েব সিরিজ প্রসঙ্গে। এই যে এত আলোচনা-সমালোচনা হয়, বিষয়টি তিনি কেমন করে দেখছেন? একটু ভেবে বললেন, ‘ওয়েব সিরিজ কিন্তু টিভিতে দেখানো যায় না। এখন খোলামেলা দৃশ্য নিয়ে কথা হচ্ছে। আগেও কিন্তু অনেকে সাহসী দৃশ্যে অভিনয় করেছে। তবে তাদের উপস্থাপনা ছিল শৈল্পিক। অশ্লীল মনে হয়নি। নির্মাতার দোষ নেই শুধু, শিল্পীকেও অভিনয়টা করতে হবে যাতে অশ্লীল মনে না হয়। গল্পের খাতিরে সাহসী দৃশ্য আসতে পারে। তবে সেখানে যেন শালীনতা থাকে। ভালো ওয়েব সিরিজের অফার পেলে তো আমিও করব।’ 

করোনার এই সময়টাতে তিনি ঘরেই থাকছেন। নতুন নতুন রান্না শিখছেন। কোরআন পড়ছেন, নামাজ আদায় করছেন, ছবি আঁকছেন। ইতালিয়ান ভাষার কোর্স করছেন অনলাইনে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //