উইম্বলডন বাতিল

করোনাভাইরাস আতঙ্কে অল ইংল্যান্ড ক্লাব ২০২০ সালের উইম্বলডন প্রতিযোগিতা বাতিল করে দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম বাতিল করা হলো।

আজ (বুধবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে অল ইংল্যান্ড ক্লাব।

সূচি অনুযায়ী, ২৯ জুন থেকে ১২ জুলাই হওয়ার কথা ছিল ২০২০ সালের উইম্বলডন। আয়োজকরা বিভিন্ন দিক থেকে চিন্তা করেছেন। তাদের আলোচনায় স্থগিত কিংবা পিছিয়ে দেয়ার পরিকল্পনাও ছিল, কিন্তু বাতিল করাকেই সবচেয়ে সেরা সিদ্ধান্ত মনে হয়েছে তাদের।

বিবৃতিতে তারা জানিয়েছে, ‘খুবই দুঃখজনক ব্যাপার যে, বিশ্বজুড়ে মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে সবার সুরক্ষার কথা চিন্তা করে অল ইংল্যান্ড ক্লাব বোর্ড ও চ্যাম্পিয়নশিপ ম্যানেজমেন্ট কমিটি আজ ২০২০ সালের প্রতিযোগিতা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।’

সামনের বছরের সূচিও জানিয়ে দেয়া হয়েছে। এক বছর বন্ধ থাকার পর ২০২১ সালের উইম্বলডন হবে ২৮ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। ১৮৭৭ সালে যাত্রা শুরুর পর শান্তিকালীন সময়ে কখনও বাতিল হয়নি টেনিসের বড় এই প্রতিযোগিতাটি। ১৯৪৫ সালে একবারই বাতিল হয়েছিল, তাও সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //