ফেসবুকের রাজনৈতিক বিজ্ঞাপনে আসতে পারে নিষেধাজ্ঞা

বড় ধরনের পরিবর্তন আসছে মার্কিন জায়ান্ট ফেসবুকের বিজ্ঞাপনের নীতিতে। মার্কিন নির্বাচনের আগের কয়েক দিন ফেসবুকে সব ধরনের রাজনৈতিক প্রচার বন্ধ করা হতে পারে। 

ব্লুমবার্গের বরাত দিয়ে এনগ্যাজেট জানিয়েছে, ২০২০ সালের মার্কিন নির্বাচনের আগের কয়েক দিন প্ল্যাটফর্মে নিষিদ্ধ থাকতে পারে রাজনৈতিক বিজ্ঞাপন। প্রস্তাবিত নীতিতে বলা হচ্ছে, ওই সময়কে ‘ব্ল্যাকআউট’ হিসেবে ধরবে ফেসবুক; নির্বাচনের শেষ পর্যন্ত কোনো বিজ্ঞাপন চোখে পড়বে না প্ল্যাটফর্মে।

এর আগে সারা বছরের জন্য রাজনৈতিক বিজ্ঞাপন দেয়া বন্ধ রেখেছে টুইটার। তবে ফেসবুক ঠিক কতোদিনের জন্য এই প্রচার বন্ধ রাখবে তা জানা যায়নি। যুক্তরাজ্যসহ অনেক দেশ নির্বাচনের দিন বা আগের কয়েক দিনে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার বন্ধে আইন রয়েছে।

এদিকে ফেসবুক বর্জনের সিদ্ধান্ত নিয়েছে ছোট বড় এক হাজারের মতো প্রতিষ্ঠান। এছাড়া StopHateforProfit ক্যাম্পেইন শুরু করে এডিএল, এনএএসিপি ও কালার অব চেঞ্জ নামের কয়েকটি সংগঠন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //