চাকরি হারাবে না মাইক্রোসফটের কর্মীরা

বিশ্বজুড়ে সব স্টোর স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। তবে এতে কর্মীরা চাকরি হারাবে না বলে জানিয়েছে সফটওয়্যার জায়ান্টটি। 

মাইক্রোসফট জানিয়েছে, স্টোরে কর্মরত প্রত্যেক কর্মীর বিকল্প কাজের সুযোগ করে দেয়া হবে।

সারাবিশ্বে মাইক্রোসফটের ৮৩টি খুচরা স্টোর রয়েছে। এর মধ্যে আমেরিকাতেই আছে ৭২টি। বিভিন্ন ল্যাপটপ ও হার্ডওয়্যার বিক্রি ও প্রদর্শনের এই স্টোরগুলো বন্ধ করে ব্যবসায়িক কৌশল পরিবর্তন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তারা মূলত অনলাইন বেইজড কার্যক্রম চালিয়ে রাখবে।  

এর আগেও করোনা প্রাদুর্ভাবের শুরুতে মাইক্রোসফটের সব স্টোর সাময়িকভাবে বন্ধ ছিল। এবার স্থায়ীভাবে বন্ধ হচ্ছে স্টোরগুলো।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //