টুইটারে যোগ হলো ইমোজি ফিচার

টুইটারে যোগ হয়েছে ইমোজি ফিচার। এখন থেকে টুইটারে মেসেজে প্রতিক্রিয়া জানাতে ইমোজি ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএসের খবরে বলা হয়েছে, গত বছর টুইটার জানিয়েছিলো যে, এ ধরনের ইমোজি প্রতিক্রিয়া ফিচার পরীক্ষা করছে তারা। কিন্তু এবার নিজেদের ওয়েব, অ্যান্ড্রয়েড, আইওএসের সব ব্যবহারকারীদের জন্য ফিচারটি নিয়ে এসেছে তারা। ফিচারটির মাধ্যমে ডিরেক্ট মেসেজের সঙ্গে জুড়ে দেয়া যাবে ইমোজি।

মেসেজের সঙ্গে ইমোজি জুড়ে দেয়া মাত্র ডিরেক্ট মেসেজের সব অংশগ্রহণকারীরা একটি করে নোটিফিকেশন পাবেন। যারা টুইটারের সর্বশেষ সংস্করণটি ব্যবহার করছেন, তারা ভিন্ন আরেকটি মেসেজের মাধ্যমে ‘প্রতিক্রিয়া’ যোগ করার খবর পাবেন।

প্রতিক্রিয়া যোগ করতে ‘রিঅ্যাকশন’ বাটনে ক্লিক করলেই হবে। আর মেসেজে গিয়ে ডাবল ট্যাপ করে ইমোজি ‘পপ-আপ’ করা সম্ভব হবে। চাইলে মেসেজ থেকে কোনো প্রতিক্রিয়া সরিয়ে নেয়াও সম্ভব হবে। প্রতিক্রিয়া সরিয়ে নিলে তা ডিরেক্ট মেসেজে থাকা সব অংশগ্রহণকারীদের জন্যও মুছে যাবে।

নিজেদের আইমেসেজ অপশনে প্রতিক্রিয়া দেয়ার এরকম একটি ফিচার নিয়ে এসেছিলো অ্যাপল। আইএএনএস উল্লেখ করেছে, টুইটারের ফিচারটির সঙ্গে ওই আইমেসেজ ফিচারের মিল রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //