ফেসবুক ডেভেলপারদের বার্ষিক সম্মেলন ৫ মে

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বার্ষিক ডেভেলপার সম্মেলন ২০২০ সালের মে মাসে অনুষ্ঠিত হবে।

৫ থেকে ৬ মে ক্যালিফোর্নিয়ার ম্যাকএনরি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে ফেসবুক। সম্মেলনে ফেসবুক তাদের সর্বশেষ প্রযুক্তি, ভবিষ্যতে কাজ হচ্ছে বা হবে এমন প্রযুক্তি, অ্যাপ ইত্যাদি বিষয়গুলোর বিস্তারিত তুলে ধরবে।

ইতোমধ্যে এফ৮ (www.f8.com)-এর ওয়েবসাইটে সম্মেলনের বিস্তারিত জানতে আগ্রহীদের নিবন্ধন সুবিধা চালু করা হয়েছে। আগ্রহীরা নাম ও ই-মেইল ঠিকানা দিয়ে নিবন্ধন করে সম্মেলনের ব্যাপারে তথ্যাদি জানতে পারবেন।

গত বছর এফ৮ সম্মেলনে ফেসবুক কর্তৃপক্ষ নতুনভাবে ফেসবুকের নতুন সুবিধা, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ডেটিং, মার্কেটপ্লেস ইত্যাদি নিয়ে কি কি কাজ হচ্ছে বা কি কি প্রযুক্তি সুবিধা আসছে সেগুলো নিয়ে আলোচনা করেছে। পাশাপাশি ভার্চুয়াল রিয়েলিটি, স্মার্টহোম, হার্ডওয়্যারসহ আরো বেশ কিছু বিষয় ডেভেলপারদের সঙ্গে আলোচনা করা হয়।

ধারণা করা হচ্ছে এবারও নতুন বেশ কিছু পণ্যের ডেমো, নতুন উদ্যোগের সঙ্গে ডেভেলপারদের কাজের সুযোগসহ বেশ কিছু বিষয় তুলে ধরবে ফেসবুক।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //