দেশেই তৈরি হচ্ছে স্মার্টফোন ‘অপো’

চীনা স্মার্টফোন ব্র্যান্ড অপো বাংলাদেশেই প্রাথমিকভাবে তৈরি করছে এ ফাইভ এস ও এ ওয়ান কে মডেলের দুটি স্মার্টফোন।  

জানা যায়, এ ফাইভ এস ও এ ওয়ান কে মডেল ছাড়াও গাজীপুরে স্থাপিত অপোর মোবাইল সংযোজন কারখানায় প্রতি বছর তৈরি হবে ১০ লাখ স্মার্টফোন।  

ফলে দেশে তৈরি স্মার্টফোন গ্রাহকরা আরো সাশ্রয়ী মূল্যে পাবেন।

সোমবার (১১ নভেম্বর) অপো থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে স্থাপিত অপোর এই স্মার্টফোন কারখানায় বেশ কিছু মডেলের স্মার্টফোন তৈরি করা হবে। 

দেশের বাজারে এ ফাইভ এস মডেলের স্মার্টফোনের দাম হবে ১৩ হাজার ৯৯০ টাকা ও এ ওয়ান কে মডেলের দাম হবে ১০ হাজার ৯৯০ টাকা।

অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং বলেন, স্মার্টফোন সংযোজন কারখানা স্থাপনের মাধ্যমে অপো গ্রাহকদের হাতে আরো সাশ্রয়ী দামে স্মার্টফোন তুলে দিতে সক্ষম হবে। এছাড়া অপোর বিনিয়োগের ফলে এখানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। 

অপোর গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুসরণ করেই এটি স্থাপন করা হয়েছে। দেশের বাজারের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারেও বাংলাদেশে তৈরি স্মার্টফোন রপ্তানির পরিকল্পনা রয়েছে অপোর।

বেনলি ইলেকট্রনিক এন্টারপ্রাইজ কোম্পানি লিমিটেড নামে স্থাপিত এই স্মার্টফোন কারখানায় দুই শতাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //