এবার কিস্তিতে তরুণরা কিনতে পারবেন স্যামসাং স্মার্টফোন

তরুণদের কাছে আরো বেশি স্মার্টফোন পৌঁছাতে এবার কিস্তিতে কেনার সুযোগ দিতে যাচ্ছে স্যামসাং। কোন ডাউন পেমেন্ট ছাড়াই বছরব্যাপী কিস্তিতে এই ফোন কেনার সুযোগ পাবেন তরুণরা। বাংলাদেশে সংযোজনের এক বছর উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব।

আয়োজকরা জানিয়েছেন, বিশ্বে কোথাও স্যামসাং এই ধরনের সুযোগ না দিলেও বাংলাদেশে অনুমোদন দিয়েছে। আগামী ১০ দিনের মধ্যে স্যামসাং এর সকল শো রুমে এই সুযোগ মিলবে।

স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্যাংওয়ান ইয়ুন বলেন, ‘বাংলাদেশ ইতিমধ্যে বিভিন্ন খাতে তাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছে। বর্তমানে দেশটি প্রযুক্তি হাবে পরিণত হওয়ার পথে রয়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট-এর তথ্যমতে, ২৫ শতাংশেরও বেশি মার্কেট শেয়ার নিয়ে পরিমাণের ভিত্তিতে স্যামসাং এক নম্বর স্মার্টফোন প্রতিষ্ঠান। এর পাশাপাশি ৪৩ শতাংশেরও বেশি মার্কেট শেয়ার নিয়ে অর্থমূল্যের ভিত্তিতেও এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং।’

ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মেসবাহ উদ্দিন বলেন, ‘বর্তমানে বাজারে যে স্যামসাং স্মার্টফোন পাওয়া যায় তার ৯০ থেকে ৯৫ ভাগই দেশে উৎপাদিত। গত এক বছরে দেশের কারখানায় ১৫ লাখ সেট উৎপাদন হয়েছে। কিছুদিনের মধ্যে ফ্লাগশিট ও নোট সিরিজ এখানে উৎপাদিত হতে যাচ্ছে। ট্যাব তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছরেই এগুলো বাজারে পাওয়া যাবে। এখন ১২০ দিনের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। কেউ চাইলে এটা বাড়িতে ২/৩ বছরের ওয়ারেন্টিও করে নিতে পারবেন। এক হাজার শ্রমিক বর্তমানে স্যামসাংয়ের কারখানায় কাজ করছে। এর মধ্যে ৩০ ভাগই নারী। তাদের বিদেশে প্রশিক্ষণে পাঠানো হচ্ছে। এই মুহূর্তে স্যামসাং এর কারখানায় ৫০ জন দক্ষ ইঞ্জিনিয়ার কাজ করছেন।’

বাংলাদেশের ফ্যাক্টরিতে উৎপাদিত সব হ্যান্ডসেটই ফোরজি স্মার্টফোন। হ্যান্ডসেটগুলোর বাজার মূল্য সর্বনিম্ন সাড়ে ৭ হাজার থেকে সর্বোচ্চ ৪০ হাজার টাকা। এগুলোর মধ্যে সর্বাধিক চাহিদাসম্পন্ন গ্যালাক্সি এম সিরিজ এবং প্রায় সকল গ্যালাক্সি এ সিরিজের হ্যান্ডসেটগুলোও রয়েছে।

রুহুল আলম আল মাহবুব বলেন, ‘আমদানিকৃত হ্যান্ডসেট কিনতে যেখানে একজন গ্রাহককে ১৪ হাজার টাকা দিতে হতো, সেখানে দেশে সংযোজনের ফলে সেই সেট ১০ হাজার টাকায় তারা কিনতে পারছেন। দেশে সংযোজন করা সব সেটের দামই কমে গেছে।’


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //