মাইক্রোসফটের নতুন সারফেস আসছে অক্টোবরেই

মাইক্রোসফটের জনপ্রিয় হার্ডওয়্যার ব্র্যান্ড সারফেসের নতুন ল্যাপটপ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

ফুল টাচস্ক্রিন এবং কি-বোর্ডসহ সুপার পারফরমেন্সের নতুন সারফেস প্রো-৭ এবং সারফেস ল্যাপটপ-৩ যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে অক্টোবরের ২ তারিখ অবমুক্ত করা হবে।

উইনফিউচারের প্রতিবেদন অনুযায়ী, ইউরোপ অঞ্চলে সারফেস-৭ প্রোর ৫টি ভিন্ন কনফিগারেশনের ডিভাইস ছাড়া হবে। নতুন মডেলের ল্যাপটিতে সরু বেজেলে বড় পর্দার ডিসপ্লে পাওয়া যাবে। আর ১৫ ইঞ্চির বড় ডিসপ্লের দেখা মিলবে সারফেস ল্যাপটপ-৩।

এর হার্ডওয়্যার সেকশনে থাকছে ইন্টেল কোর আই-৩, ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবির এসএসডি স্টোরেজ।

পাশাপাশি অন্য দুটি কনফিগারেশনে ইন্টেল কোর আই-৭ থাকবে। এরমধ্যে ৮/১৬ জিবি র‍্যাম এবং ১২৮/২৫৬ জিবি এসএসডি স্টোরেজ সুবিধা থাকবে। ধারণা করা হচ্ছে, এই দুটি ভার্সনেই ১৬ র‍্যাম থাকার সম্ভাবনা রয়েছে।

বিভিন্ন তথ্যমতে, সারফেস প্রো-৭ এ ইন্টেল টেনথ জেনারেশনের প্রসেসর ব্যবহার করার কথা বলা হয়েছে। কিন্তু নতুন সারফেসের সব ফিচার এবং কনফিগারেশনে জানতে অপেক্ষা করতে হবে আগামী ২ অক্টোবর পর্যন্ত।

নতুন সারফেস প্রো-৭ এবং সারফেস ল্যাপটপ-৩ বাজারমূল্য কত হবে তা এখনও জানা যায়নি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //