দুস্থ ক্রীড়াবিদদের পাশে বিসিবি

করোনাভাইরাস মহামারির কারণে ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদদের পাশে দাঁড়িয়েছে ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন ফেডারেশনের দুস্থ ক্রীড়াবিদদের ৫০ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছে বিসিবি। বাকি অর্থ দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। সবমিলিয়ে ১ হাজার দুস্থ খেলোয়াড়ের জন্য আর্থিক অনুদান দেয়া হয়েছে।

বুধবার (মে ২০) বিসিবি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। 

ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা ফেডারেশনগুলোর মধ্যে এ দিন ২৩টি ফেডারেশনে মোট ৫০১টি দশ হাজার টাকার আর্থিক অনুদানের চেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের হাতে তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পরে আর্থিক অনুদানের চেকগুলো জাতীয় ক্রীড়া পরিষদে খেলোয়াড় ও বিভিন্ন ফেডারেশনের প্রতিনিধিদের হাতে তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

ফুটবল, হকি, টেনিস, কাবাডি, সাঁতার, ভলিবল, হ্যান্ডবলসহ প্রায় সব ফেডারেশনকে সহয়তা দিয়েছে বিসিবি। এরই অংশ হিসেবে ফুটবল ফেডারেশনের ১০০ জন ফুটবলারকে মোট ১০ লাখ টাকা দেয়া হয়েছে। এছাড়া ৫০ জন হকি খেলোয়াড়কে মোট ৫ লাখ টাকা দেয়া হয়েছে। আর ছোট ছোট ফেডারেশনে বাছাই করা ক্রীড়াবিদদের সহযোগিতা করেছে বিসিবি।

আপাতত এক হাজার খেলোয়াড়কে আর্থিক সহায়তা দিলেও এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //