ফুটবলেও আফগানদের কাছে বাংলাদেশের হার

আফগানিস্তানের কাছে হেরে কাতার বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড শুরু করেছে বাংলাদেশ। তাজিকিস্তানের দুশানবের পামির স্টেডিয়ামে মঙ্গলবার ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ে ১-০ গোলে হারে বাংলাদেশ।

ডেথ বলে বাংলাদেশের দুর্বলতার সুযোগ নিয়ে খেলার ২৭ মিনিটে আফগানিস্তানকে লিড এনে দেন ফারশাদ নূর। জবাবে আফগান গোলমুখে মাত্র তিনটি শট নিতে সক্ষম হন বাংলাদেশের ফুটবলাররা। যার মধ্যে দুটি শট আফগান গোলরক্ষক আটকিয়ে দেন। 

বাংলাদেশের চেয়ে ৩৩ ধাপ এগিয়ে আছে আফগানিস্তান। র‌্যাঙ্কিংয়ের মতোই খেলোয়াড়দের যোগ্যতার মানদণ্ডে জামাল ভূঁইয়াদের চেয়ে অনেক এগিয়ে ছিল ফারশাদ নুররা। ওয়েবসাইটের তথ্য মতে ম্যাচের ৬৫ ভাগ বলের দখল ছিল আফগানদের। 

এ জয়ে ফিফা স্বীকৃত ম্যাচের পরিসংখ্যানে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে গেলো আফগানরা।  সাত দেখায় আফগানিস্তানের জয় দুটি, বাংলাদেশের একটি, বাকি চার ম্যাচ ড্র। ১৯৭৯ সালে এশিয়ান কাপের বাছাইয়ে ৪-১ গোলে জিতেছিল বাংলাদেশ।

এবারের বাছাইপর্বে ‘ই’ গ্রুপে বাংলাদেশ পেয়েছে কাতার, ওমান, ভারত ও আফগানিস্তানকে। বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে আগামী ১০ অক্টোবর বিশ্বকাপের স্বাগতিক কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //