আগামী বছরের হজ চুক্তি ১ ডিসেম্বর

আসন্ন ২০২০ সালের পবিত্র হজ পালনের লক্ষ্যে সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ চুক্তি আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। 

সৌদি সরকারের পক্ষ থেকে ১ ডিসেম্বর হজ চুক্তি করার প্রস্তাবনা দেয়া হয়েছে।

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহর সঙ্গে আলাপকালে বলেন, প্রয়োজনে হজ চুক্তির দিনক্ষণ বদল হতে পারে। আগামী ২-১দিনের মাধ্যমে সৌদি আরবের এ প্রস্তাব সৌদিআরবস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ধর্ম মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তিনি বলেন, হজ চুক্তির আগে আগামী বছরের হজ কার্যক্রম সম্পর্কে আগাম আলোচনা করতে ধর্ম প্রতিমন্ত্রী/ধর্মসচিবের নেতৃত্বে একটি দল সৌদি সফরের সম্ভাবনা রয়েছে।

সৌদি আরবে কর্মরত বাংলাদেশ দূতাবাসের হজ কাউন্সিলর ও যুগ্ম সচিব মাকসুদুর রহমানের কাছে সোমবার রাত ১০টায় হজ চুক্তি সম্পর্কে জানতে চাইলে তিনি এর সত্যতা স্বীকার করে বলেন, হজ চুক্তির সম্ভাব্য দিনক্ষণ ১ ডিসেম্বর। 

তবে ধর্ম প্রতিমন্ত্রীর সম্মতি সাপেক্ষে চূড়ান্ত দিনক্ষণ নির্ধারিত হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //