ভারতে ক্রেন ভেঙে নিহত ৯

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ আগস্ট ২০২০, ০৮:২৯ পিএম

ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপ ইয়ার্ডে ক্রেন ধসে কমপক্ষে ৯ জন প্রাণ হারিয়েছেন। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে। নিহতদের মধ্যে ৪ জন শিপ ইয়ার্ডের কর্মী বলে জানা গেছে। 

শনিবার (১ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন দমকলকর্মীরা। হতাহতের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। 

যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের।

মর্মান্তিক দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী জগন মোহন স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। 

অন্ধ্র প্রদেশের উপকূলীয় শহরে অবস্থিত হিন্দুস্তান শিপ ইয়ার্ডে লিমিটেড। জাহাজের মেরামত, সাবমেরিন নির্মাণের পাশাপাশি উপকূলীয় কাঠামোর নকশা ও নির্মাণের জন্য এটি সরকারই দেখভাল করে।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh