২৪ ঘন্টায় কোরবানির বর্জ্য অপসারণ: আতিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২০, ০৩:২৪ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার প্রথম দিনের বর্জ্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর বসিলা এলাকায় অবস্থিত সাদিক এগ্রোতে অবস্থিত ডিএনসিসির ডিজিটাল কোরবানি পশু ব্যবস্থাপনা কেন্দ্র পরিদর্শনে এসে মেয়র এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘ডিএনসিসির ইতিহাসে আমরা প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে ৪০০ গরু কোরবানির আয়োজন করেছি। এর সব কার্যক্রম হয়েছে অনলাইনে। এখানে পশু জবাই থেকে শুরু করে বাসায় পৌঁছে দেয়া পর্যন্ত সব দায়িত্ব আমাদের। আমরা মাংস কাটার পর প্যাকেটিং করে ফ্রিজিংয়ের মাধ্যমে বাসায় পৌঁছে দিচ্ছি। আমরা পুরো ব্যবস্থাপনাটি কম্পিউটার সিস্টেমে করছি। অনলাইনে যারা গরু বুকিং দিয়েছেন তাদেরকে আমরা সময় নির্ধারণ করে দিয়েছি, তার মাংসটি কখন পৌঁছে দেয়া হবে। এখান থেকে আমরা দুস্থদের মাংসটাও বিতরণ করে দিচ্ছি। এটি বেশ চ্যালেঞ্জিং ছিল।’

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে মেয়র বলেন, ‘আমাদের সব কর্মী রাস্তায় নেমে গেছে। নতুন ওয়ার্ডগুলোতেও বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে। আমি বোর্ড ও জুম মিটিং করেছি। আমি সরাসরি সেসব ওয়ার্ডের মনিটরিং করবো। এই চ্যালেঞ্জ তখনই সার্থক হবে যখন জনগণ আমাদেরকে সাহায্য করবে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh