করোনামুক্ত মাশরাফি মসজিদে ঈদের নামাজ পড়লেন

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২০, ১২:১০ পিএম

ছবি: সাম্প্রতিক দেশকাল

ছবি: সাম্প্রতিক দেশকাল

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা নিজ এলাকায় ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। এছাড়া পরিবারের সদস্যরাও তার সাথে ঈদের নামাজ আদায় করেন।

করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে আজ শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৭টায় নড়াইল সদর উপজেলা মসজিদে ঈদের নামাজ আদায় করেন তিনি। 

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মাশরাফি বলেন, বৈশ্বিক মহামারি চলছে। রোজার ঈদের আগে থেকে কারোনা মহামারি শুরু হয়েছে। এ অবস্থায় সবাই সাবধানে থাকবেন। যতটুকু সম্ভব ঘরে থাকার চেষ্টা করবেন। করোনাভাইরাসে যারা আক্রান্ত আছেন, আল্লাহর কাছে দোয়া করি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন। আর যারা সুস্থ আছেন, তারা সাবধানে থাকবেন; যাতে করোনা আক্রান্ত না হন। যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদের বেহেশত নসিব করুন। সবাই ভালো থাকবেন, সেই দোয়া করি। আমার জন্যও সবাই দোয়া করবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh