যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষে নিহত ৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ আগস্ট ২০২০, ১২:০০ পিএম

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষে একজন আইনপ্রণেতাসহ ৭ জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, নিহতদের মধ্যে অঙ্গরাজ্যের একজন আইনপ্রণেতাও রয়েছেন। দুই বিমানের একটিতে একাই ছিলেন স্থানীয় রিপাবলিকান আইনপ্রণেতা গ্যারি নোপ। তিনি নিজেই বিমান পরিচালনা করছিলেন। অন্য বিমানটিতে পাইলট ছাড়াও ছিলেন ৪ জন পর্যটক ও একজন গাইড।

অন্য মৃতরা হলেন- পাইলট গ্রেগরি বেল (৬৭), গাইড ডেভিড রোজার্স (৪০) এবং সাউথ ক্যালিফোর্নিয়ার ক্যালেব হালসে (২৬), হিদার হালসে (২৫), ম্যাকাই হালসে (২৪) ও ক্রিশ্চিন রাইট (২৩)। 

কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের পর কেনাই পেনিনসুলার সলডটনা শহরের বিমানবন্দরের কাছাকাছি বিমান দুইটি বিধ্বস্ত হয়। আরোহীদের মধ্যে কেউই জীবিত নেই। এদের মধ্যে ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং হাসপাতালে নেয়ার পথে অপরজনের মৃত্যু হয়েছে।

ঘটনাটির তদন্ত করছে ফেডারেল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh