অনলাইনে জুয়ায় উৎসাহ, কোহালির গ্রেফতার দাবি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ জুলাই ২০২০, ১০:৪৮ পিএম

বিরাট কোহালি

বিরাট কোহালি

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালি ও অভিনেত্রী তামান্নার গ্রেফতার চেয়ে মামলা হয়েছে মাদ্রাজ হাইকোর্টে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, অনলাইন জুয়া খেলায় উৎসাহ দিয়েছেন তারা।

চেন্নাইয়ের একজন আইনজীবী এই মামলা দায়ের করেছেন। তিনি আদালতে অনলাইন জুয়া খেলার সমস্ত অ্যাপে নিষেধাজ্ঞা জারি করার আবেদন করেছেন। 

তার বক্তব্য, এতে যুব সমাজ জুয়ায় আসক্ত হয়ে পড়ছে। আদালতে করা অভিযোগে বলা হয়েছে যে, বিরাট কোহালি ও তামান্নার মতো তারকাদের ব্যবহার করে যুব সমাজের মগজধোলাই করা হচ্ছে। আর এই কারণেই দুইজনকে গ্রেফতার করা উচিত।

ওই আইনজীবী বলেন, তরুণরা এখন প্রবলভাবে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছে। এক তরুণের উদাহরণ দেয়া হয়েছে আবেদনে, অনলাইন জুয়ায় ক্ষতিগ্রস্ত হয়ে সম্প্রতি সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

এই মামলার শুনানি হবে আগামী মঙ্গলবার। -আনন্দবাজার পত্রিকা

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh