সিয়ামের ওপর হামলাকারীকে আইনের আওতায় আনার আশ্বাস

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ জুলাই ২০২০, ০৮:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বোস্টনে বাংলাদেশি যুবক তানজিম সিয়ামের ওপর হামলাকারীকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। 

বোস্টন পুলিশ কমিশনার উইলিয়াম জি গ্রস বলেছেন, কর্মরত অবস্হায় মাথায় গুলিবিদ্ধ সিয়ামের হামলাকারীকে দ্রুততার সঙ্গে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এখন থেকে কনভিনিয়েন্স স্টোরগুলোতে নিরাপত্তার স্বার্থে পুলিশি টহল বৃদ্ধি করা হবে। 

তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন ও তার সুস্হতা কামনা করে বলেন, বাংলাদেশিসহ প্রত্যেক নাগরিকের নিরাপত্তা প্রদানে বোস্টন পুলিশ বদ্ধপরিকর।

বোস্টন কনভিনিয়েন্স ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আশ্বাস দেন।

মাত্র চার মাস আগে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ২২ বছরের যুবক সিয়াম। কাজ করতেন বোস্টনে বাংলাদেশি ব্যবসায়ীর মালিকানাধীন একটি কনভিনিয়েন্স স্টোরে। সম্প্রতি কর্মরত অবস্থায় ডাকাতের গুলিতে গুরুতর আহত হয়ে সিয়াম এখন বোস্টন হাসপাতালে চিকিৎসাধীন।

বোস্টন কনভিনিয়েন্স ওনার্স অ্যাসোসিয়েশন দরিদ্র পরিবারের সন্তান সিয়ামের চিকিৎসার জন্য প্রায় ৪০ লাখ টাকা সংগ্রহ করেছে। এছাড়া তার পরিবারকে আমেরিকায় আসার জন্য ভিসার ব্যবস্থা করেছে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh