সুখবর পেলেন উমর আকমল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৩:১৬ পিএম

ঈদের আগে সুখবর পেলেন উমর আকমল। আগামী বছরের আগস্টে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে আবার খেলায় ফিরতে পারবেন পাকিস্তানের এই ব্যাটসম্যান।

ম্যাচ ফিক্সিংয়ের পদ্ধতি জানাতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানি ব্যাটসম্যান উমর আকমলের তিন বছরের ক্রিকেট নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে দেয়া হয়েছে৷ 

তার আবেদনে সাড়া দিয়ে বুধবার (২৯ জুলাই) ১৮ মাস মেয়াদ কমানো হয়েছে৷ অর্থাৎ তিন বছরের পরিবর্তে দেড় বছর পরেই ফের বাইশ গজে ফিরতে পারবেন পাক ব্যাটসম্যান৷

মেয়াদ কমে যাওয়ায় আগামী বছরের আগস্টে আবার খেলা শুরু করতে পারেন আকমল৷ পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারক ও স্বতন্ত্র বিচারক ফকির মহম্মদ খোকর আকমল ও তার আইনজীবী আদালতে উপস্থিত হয়েছিলেন শুনানির জন্য৷ সংক্ষিপ্ত শুনানির পরে, দুই সপ্তাহ আগে সংরক্ষিত আপিলের ফলাফল ঘোষণা করেন৷

এপ্রিল মাসে আকমলের উপর দুটি ম্যাচ-ফিক্সিং প্রস্তাবের চার্জ লাগানো হয়৷ দোষী সাব্যস্ত হওয়ায় ২০ ফেব্রুয়ারি থেকে প্রতিটি অপরাধের জন্য তিন বছরের নির্বাসনে পাঠানো হয় আকমলকে৷ পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুর্নীতিবিরোধী কোডে বলা রয়েছে যে খেলোয়াড়দের অবশ্যই দুর্নীতির সমস্ত পদ্ধতি কর্তৃপক্ষকে জানাতে বাধ্য থাকিবে৷

কিন্তু নির্বাসনের বিরুদ্ধে আবেদন করে আকমল অভিযোগ করেছিলেন যে তাঁর সাথে অন্যায় আচরণ করা হয়েছে। তিনি বলেন, আমি এখনো সন্তুষ্ট নই কারণ অন্য খেলোয়াড়রাও একই অভিযোগে কম শাস্তি পেয়েছিল৷ ২০১৭ সালে প্রাক্তন পাক পেসার মহম্মদ ইরফান একই অপরাধে এক বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন৷

ইরফান রিপোর্ট করতে ব্যর্থ হওয়ার অভিযোগে প্রতিদ্বন্দ্বিতা করেননি এবং তাকে সম্মতি স্বীকৃতি দেয়া হয়েছিল। কিন্তু আকমল বলেন, আমি আমার আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব এবং এরপরে আরো নির্বাসন কমিয়ে আনার চেষ্টা করব।

২০০৯ সালে নিউজিল্যান্ডে সেঞ্চুরি করার পর দুর্দান্ত এক টেস্টে অভিষেক হয়েছিল আকমলের৷ প্রতিভাবান এই পাক ব্যাটসম্যানের ভবিষ্যতের দুর্দান্ত হিসাবে বিবেচনা করা হয়েছিল৷ কিন্তু বারবার বিতর্কিতের জড়িয়ে কেরিয়ার সংক্ষিপ্ত করে দিয়েছেন উমর নিজেই৷ ২০১৪ সালে লাহোরের ট্র্যাফিক ওয়ার্ডেনের সঙ্গে লড়াইয়ের জন্য গ্রেফতারও হয়েছিলেন আকমল৷

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh