করোনায় আক্রান্ত হয়েছিলেন স্বাস্থ্যের ডিজি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২০, ১০:৫২ এএম

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। বৃহস্পতিবার ‘করোনা ট্রেসার বিডি’ নামের একটি অ্যাপের উদ্বোধনীতে তিনি এই তথ্য জানিয়েছেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ মহামারির বিস্তার রোধে নাগরিকদের জন্য পরীক্ষামূলকভাবে একটি অ্যাপ চালু করেছে। ভার্চুয়াল এ উদ্বোধনী অনুষ্ঠানে বাসা থেকে যোগ দেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, আমি আপনাদের দোয়ায় সুস্থ হয়ে ফিরে এসেছি। সাধারণত যারা সংক্রমিত হয়, তাদের সবাইকে আমি রোগী বলি না, তারা কভিড সংক্রমিত ব্যক্তি। কিন্তু আমি একজন রোগী ছিলাম এবং আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। একজন হাসপাতালে ভর্তি হওয়া কভিড-১৯ আক্রান্ত রোগীর যে অভিজ্ঞতা হয়, সেগুলোও আমি সঞ্চয় করেছি। মানুষকে ব্যক্তিগতভাবে সতর্ক হতে। তবে এটা সত্য, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না; কার কভিড হবে আর কার হবে না।

গত ১২ মে থেকে স্বাস্থ্য অধিদফতরে আসা বন্ধ করেছিলেন আবুল কালাম আজাদ। সে সময় তিনি জানিয়েছিলেন, অসুস্থ থাকায় বাড়িতে বিশ্রাম নিচ্ছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh