সুনামগঞ্জে নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২০, ০১:৪৭ এএম

সুনামগঞ্জে দিন দিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৩১ জন। 

আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় নয়জন, জগন্নাথপুরে পাঁচজন, দোয়ারাবাজারে ১৫ জন ও ছাতক উপজেলায় ১২ জন।

বৃহস্পতিবার (৪ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২৬৯টি নমুনা গ্রহণ করা হয়। এর মধ্যে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩১টির রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারি অধ্যাপক সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয় রাত সোয়া ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর ৫৮ সদস্যসহ জেলায় মোট ২৫০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৭৪জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তিনি বলেন, করোনা আক্রান্তদের মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিজ নিজ দফতরের তত্ত্বাবধানে ও অন্যদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। আইসোলেশনে থাকা সব রোগী মেডিকেল টিমের তত্ত্বাবধানে আছেন। 


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh