খাগড়াছড়িতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব জ্ঞানকীর্তি চাকমা অপহৃত

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২০, ০৫:২৮ পিএম | আপডেট: ২৩ মে ২০২০, ১০:৩৬ পিএম

খাগড়াছড়ির দীঘিনালা থেকে সাংস্কৃতিক ব্যক্তিত ও জুম্ম ফিল্ম অ্যাসোসিয়েশনের সভাপতি জ্ঞানকীর্তি চাকমাকে অপহরণের অভিযোগ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

শনিবার (২৩ মে) দুপুরে সংগঠনের খাগড়াছড়ি ইউনিটের সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে এই অভিযোগ করেন। 

বিবৃতিতে বলা হয়, ‘শনিবার দুপুরে জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত ও জুম্ম ফিল্ম অ্যাসোশিয়েশনের সভাপতি জ্ঞানকীর্তি চাকমাকে সন্ত্রাসীরা তার নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে মোটরসাইকেলে করে বাবুছড়ার দিকে নিয়ে যায়। জ্ঞানর্কীতিকে অপহরণের আগে সন্ত্রাসীরা কার্বারী টিলা নামক স্থানে ইউপিডিএফের প্রাক্তন সদস্য মটর চাকমাকে ধাওয়া করে এবং তার দিকে লক্ষ্য করে গুলি চালায়।’

জ্ঞানকীর্তি চাকমাকে অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তাকে উদ্ধার ও মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি।  

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন জানান, ‘জ্ঞানর্কীতি চাকমা ইউপিডিএফের সাবেক সংগঠক। তাকে অপহরণের বিষয়টি শুনেছি। তাকে উদ্ধারের জন্য পুলিশের তৎপরতা রয়েছে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh