পাটকলে ঈদের ছুটিতে কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২০, ০৩:০৮ পিএম

এবারের ঈদ উল ফিতরে শ্রমিক, কর্মচারি ও কর্মকর্তাদের মাত্র তিন দিনের ছুটি দেয়া হয়েছে।

রবিবার (২৪) মে থেকে ছুটি কার্যকর হবে। অবশ্য এই ছুটিতে সরকারি নির্দেশন অনুযায়ী কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। মিল খুলবে ফের ২৭ মে।

গত ১৭ মে বিজেএমসির সচিব এএফএম এহতেশামুল হক স্বাক্ষরিত একটি পত্রে পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে পাটকলে তিন দিনের ছুটি দেয়া হয়েছে।

এতে উল্লেখ করা হয়, বিজেএমসির নিয়ন্ত্রণাধীন মিলসমূহের প্রস্তাবের প্রেক্ষিতে বিএডিসি এবং খাদ্য অধিদপ্তরের সাথে সম্পাদিত চুক্তি মোতাবেক করোনার প্রাদুর্ভাবের সংকট মোকাবেলায় জরুরি কৃষিসেবার আওতাধীন পাটের বস্তা নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহের স্বার্থে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে পরবর্তী খাটুনীর মাধ্যমে অতিরিক্ত ছুটি সমন্বয়ের শর্তে আগামী ২৪ মে থেকে ২৬ মে পর্যন্ত ৩ দিন মিলের ছুটি অনুমোদন দেয়া হলো।

এতে আরো উল্লেখ করা হয়, সরকারি নির্দেশনা মোতাবেক ঈদের ছুটিকালীন কোন কর্মকর্তা, কর্মচারি/শ্রমিক কর্মস্থল ত্যাগ করতে পারবে না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh